শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

শৈলকুপায় পল্লী বিদ্যুতের ২ মিটার রিডারের মৃত্যু 

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি 

শৈলকুপায় পল্লী বিদ্যুতের ২ মিটার রিডারের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে বিদ্যুতায়িত হয়ে ২ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ নভেম্বর) কম্বল কেচে শুকানোর জন্য ভিজা কম্বল উঠানে টাঙানো বিদ্যুতের তারে নেড়ে দেয়ার সময়  বাসার সাইট লাইনের বিদ্যুতের তার স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হয়ে পল্লী বিদ্যুতের হাটফাজিলপুরের সাব জোনাল অফিসের ২ মিটার রিডারের মৃত্যু হয়।

নিহতরা হলেন, রাজবাড়ীর পাংশা উপজেলার রাজ্জাক সর্দ্দারের ছেলে আসাদ সর্দ্দার (২০) ও মানিকগঞ্জের শিবালয়  উপজেলার শিবরামপুর গ্রামের শামীমুল হকের পুত্র এনামুল হক (২৫)। তারা দু জনই কামান্না গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের বাসায় ভাড়া থাকতো।  

প্রতিবেশী মমতাজ বেগম বলেন, সকালে আমার ছোট্ট শিশু ভাতিজি আমাকে বলে ২ জন লোক মরে রয়েছে বাড়ির উঠানে। এরপর এসে দেখি বিদ্যুতের তারে কম্বল নাড়া আছে আর উঠানে ২জন লোক মরে পড়ে আছে।

 ঝিনাইদহ পল্লী বিদ্যুতের জি এম মো. ইমদাদুল ইসলাম বলেন, বাড়ির উঠানে বিদ্যুতের টানানো তারে কম্বল কেচে নেড়ে দেয়ার সময় বাড়ির সাইট লাইনের বিদ্যুতের তার এই  উঠানের বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে আমাদের এই ২ মিটার রিডারের মৃত্যু হয়।

 শৈলকুপা থানার ওসি ঠাকুর দাস মণ্ডল বলেন, আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে যদি তাদের পরিবার মরদেহ চায় তাহলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

টিএইচ